প্রকাশিত: Thu, Feb 15, 2024 9:47 AM
আপডেট: Sun, Jan 25, 2026 10:32 PM

[১]পাকিস্তানে জোট সরকার গঠনে মুসলিম লীগ-পিপিপি সমঝোতা [২]প্রধানমন্ত্রী শাহবাজ, প্রেসিডেন্ট জারদারি

ইমরুল শাহেদ: [৩] সরকার গঠিত হবে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) নেতৃত্বে এবং প্রধানমন্ত্রী হবেন শাহবাজ শরীফ। দেশটির প্রেসিডেন্ট হবেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) কো-চেয়ারম্যান আসিফ আলী জারদারি। পিএমএল-এন দলের ভাইস প্রেসিডেন্ট ও নওয়াজ কন্যা মরিয়ম নেওয়াজ হচ্ছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী। সূত্র: ডন, জিওনিউজ

[৩] আপাতত যে দলগুলো নিয়ে জোট সরকার যাচ্ছে সেগুলোর মধ্যে রয়েছে পাকিস্তান মুসলিম লীগ-এন (পিএমএল-এন), পাকিস্তান পিপলস পার্টি  (পিপিপি), মুত্তাহিদা কওমী ম্যুভমেন্ট-পাকিস্তান (এমকিউএম-প), পাকিস্তান মুসলিম লীগ-কায়েদ-ই-আযম (পিএমএল-কিউ), ইশতেকাম-ই-পাকিস্তান পার্টি (আইপিপি) এবং বেলুচিস্তান আওয়ামী পার্টি।

[৩] ডনের প্রতিবেদনে বলা হয়েছে, এই ছয় দল মিলে আসন সংখ্যা দাঁড়ায় ১৫২টি। 

[৫] নতুন জোট দেশের স্বার্থের কথা উল্লেখ ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-কেও তাদের সঙ্গে যোগ দেওয়ার আহবান জানিয়েছে। 

[৬] তবে  পিটিআই জামাতে ইসলাম ও এমডব্লিউএমের সঙ্গে জোটবদ্ধ হওয়ার ঐক্যে পৌঁছেছে। পিটিআই নেতা রউফ হাসান বলেন, পিএমএল-এনের নেতৃত্বে নতুন সরকার মানেই দেশকে নতুনভাবে অস্থিতিশীলতার দিকে ঠেলে দেওয়া। 

[৭] ডনের প্রতিবেদনে বলা হয়েছে, খাইবার পাখতুনখোয়ায় পিটিআইয়ের সঙ্গে সরকার গঠনে অনীহা প্রকাশ করেছে জামাতে ইসলাম। দলটির নেতা লিয়াকত বেলুচ বলেছেন, তবে জাতীয় পর্যায়ে দেশের স্বার্থে পিটিআইয়ের সঙ্গে জোট করবে জামাত। 

[৮] লিয়াকত বেলুচ এক্স পোস্টে লিখেছেন, ৮ ফেব্রুয়ারি নির্বাচনের পর পিটিআইয়ের সঙ্গে তারা একটি বৈঠক করেছেন। বৈঠকের আলোচ্য বিষয় ছিল সামনে এগিয়ে যাওয়া নিয়ে। 

[৯] জিওনিউজের প্রতিবেদনে বলা হচ্ছে, ক্ষমতা ভাগাভাগি নিয়ে গঠিত জোট সরকারের দ্বিতীয় পর্বে পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) মন্ত্রিপরিষদে যুক্ত হতে পারে। তবে পিপিপি চেয়ারম্যান বিলওয়াল ভূ্েট্টা প্রধানমন্ত্রীর পদ থেকে সরে গেলেও পিএমএল-এনের প্রতি পূর্ণ সমর্থন থাকবে বলে আবারো উল্লেখ করেছেন। 

[১০] মঙ্গলবার রাতে ইসলামাবাদে পিএমএল-এন সভাপতি শাহবাজ শরীফ, পিপিপির কো-চেয়ারপারসন আসিফ আলী জারদারি, পিএমএল-কিউ সভাপতি চৌধুরী সুজাত হুসেন, পাকিস্তান মুসলিম লীগ-কায়েদ সহ প্রধান রাজনৈতিক দলগুলোর নেতাদের একটি বহুদলীয় সংবাদ সম্মেলনে দেখা যায়। তবে এ সময় উপস্থিত ছিলেন না বিলওয়াল ভূট্টো।

[১১] সংবাদ সম্মেলনে নেতারা বলেছেন, ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সহ সকল রাজনৈতিক দলের উচিত দেশের স্বার্থে একযোগে কাজ করে যাওয়া। সম্পাদনা: ইকবাল খান